সিবিআই অফিসে হাজিরা মুকুলের।
নজরবন্দি ব্যুরোঃ নারদ স্ট্রিং অপারেশনের জেরার জন্য শনিবার হাজির হলেন বিজেপি নেতা মুকুল রায়। শনিবার দুপুরে মুকুল রায় কলকাতার নিজাম প্যালেসে সিবি আই অফিসে এসে হাজির হন।
সূত্র মারফৎ জানা গিয়েছে, মুকুল রায়কে নারদ কান্ডে ধৃত পুলিশ কর্তা এসএমএইচ মির্জার মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে। ৩০ সেপটেম্বর পর্যন্ত পুলিশ কর্তা মির্জার সিবিআই হেফাজতে থাকার নির্দেশ রয়েছে। এরপর ফের সিবিআই নারদ কান্ডে অভিযুক্ত পুলিশ কর্তা মির্জাকে সিবিআই এর বিশেষ আদালতে হাজির করবে।
মনে করা হচ্ছে, মির্জার হেফাজতের মেয়াদ শেষ হওয়ার আগেই নারদ তদন্তের জাল গুটিয়ে আনার জন্য বিজেপি নেতা মুকুল রায়কে ডেকে পাঠানো হয়েছে।
কোন মন্তব্য নেই