Header Ads

ছাত্রের হাতে শিক্ষক খুন।


নজরবন্দি ব্যুরোঃ মুম্বইতে ১২ বছরের স্কুল ছাত্রের হাতে খুন হতে হল এক শিক্ষককে। ওই ছাত্রের মা ছাত্রটির প্রধান শিক্ষকের বাড়িতে কাজ করতেন। এই কজের জন্য ২ হাজার টাকা পাওনা ছিল ছাত্রটির মায়ের প্রধান শিক্ষকের কাছে। দুই বন্ধুকে সঙ্গে করে ছাত্রটি পাওনা টাকা আদায়ের জন্য প্রধান শিক্ষকের বাড়ি যায়।
তখন প্রধান শিক্ষক ছাত্রটিকে বকাবকি করে। এই বকাবকির কারণে ছাত্রটি অপমানিতবোধ করে। পরে ছুড়ি দিয়ে প্রধান শিক্ষককেই কুপিয়ে খুন করে ফেলে ছাত্রটি। ছেলেটি গ্রেফতার হওয়ার পর পুলিশের কাছে জেরায় স্বীকার করেছে, প্রধান শিক্ষককে খুন করার জন্য ১০০০ টাকার সুপারি দিয়েছিল এক ব্যক্তি। খুনের পর আরও ৫০০০ হাজার টাকা দেবে বলে কথা হয়েছিল। পুলিশ ওই ব্যক্তির খোঁজে তল্লাশি শুরু করেছে।
এদিকে পুলিশ ছাত্রটির বন্ধুদের জেরা করে জানতে পেরেছে, সম্প্রতি ওই ছাত্রটি শপিং মলে গিয়ে বার্গার কিনেছিল। দুই বন্ধুর সঙ্গে মিলে ভিডিও গেম খেলেছিল। ওই সময় অভিযুক্ত ছাত্রটি ১০০০ হাজার টাকা খরচ করে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.