ল্যান্ডার বিক্রমের খোঁজে নাসা।
নজরবন্দি ব্যুরোঃ ভারতের চন্দ্রায়ন ২ ল্যান্ডার বিক্রমের দুটি ছবি ট্যুইট করেছে নাসা। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা জানিয়েছে, চাঁদের দক্ষিণ মেরুতে সফট ল্যান্ডিং করতে পারেনি বিক্রম। 'হার্ড ল্যান্ডিং' করে ফেলেছিল।
নাসা জানিয়েছে, নির্ধারিত লক্ষ্যের থেকে ৫০০ মিটার দূর থেকে ইসরোর সঙ্গে বিক্রমের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। নাসার অরবিটরের মাধ্যমে ১৭ সেপটেম্বর লেন্সবন্দি করা হয়েছে দুটি ছবি। রাতের অন্ধকারে তোলা ছবিতে বিক্রমের সম্ভাব্য ল্যান্ডিং পজিশনের ছবি তোলা হলেও বিক্রমের খোঁজ মেলেনি। অক্টোবর মাসে ফের অরবিটার ল্যান্ডার বিক্রমের সন্ধান শুরু করবে জানিয়েছে নাসা।
কোন মন্তব্য নেই