Header Ads

'পনেরো মিনিটের আতঙ্ক' ইতিহাসের দোড়গোড়ায় ভারত।

নজরবন্দি ব্যুরোঃআর কয়েক ঘন্টার অপেক্ষা। মাহেন্দ্রক্ষণের দোড়গোড়ায় দাঁড়িয়ে ভারত। এদিন রাত ১.৪০ মিনিটে বিক্রম চাঁদে নামার চূড়ান্ত প্রক্রিয়া শুরু করে দেবে। এরপরেই শুরু হয়ে যাবে কাউন্টডাউন। চাঁদের দক্ষিণ মেরুতে ভারতের  বিজয়রথ গেঁথে দেওয়ার 'আতঙ্কের পনেরো মিনিটের' শুরু। ইসরোর চেয়ারম্যান কে সিভান জানিয়েছেন, 'এটি খুবই জটিল প্রক্রিয়া, এই প্রক্রিয়া আমাদের কাছে নতুন। এমনকি যারা এর আগে করেছে, তাদের কাছেও সব সময় এটি জটিল প্রক্রিয়া। আমরা প্রথম এটা করছি। কাজেই আমাদের কাছে এই পনেরো মিনিট আতঙ্কের'।
গতি কমাতে কমাতে চন্দ্রপৃষ্ঠের কাছে চলে আসবে বিক্রম। শুক্রবার গভীর রাতে ১.৫৫ মিনিটে চাঁদের মাটিতে পা রাখব বিক্রম। ৪.৪০ মিনিটে রোভার 'প্রঞ্জান' চাঁদের মাটিতে পা রেখে ঘুরবে।তুলবে সেলফি। ল্যান্ডার এবং চাঁদের মাটির ছবিও তুলবে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইসরোর মিশন কন্ট্রোল রুম থেকে দুবার বক্তব্য রাখবেন।   
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.