Header Ads

লিগ জয়ের আশা ক্ষীণ সবুজ মেরুনের; তবুও কিবুর লক্ষ ১২ পয়েন্ট।

নজরবন্দি ব্যুরোঃ একদিকে এরিয়ানের কাছে হারের ফলে ঘরোয়া লিগে একদম ব্যাকফুটে চলে গিয়েছে মোহনবাগান অন্যদিকে কালীঘাট এমএস-কে হারিয়ে লিগ জমিয়ে দিয়েছে ইস্টবেঙ্গল। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রেনবো ম্যাচে জয় ছাড়া আর কিছু ভাবতে পারছেন না সবুজ মেরুন কর্তারা। কারনটা খুব পরিষ্কার রেনবোর বিরুদ্ধে জিতলেও লিগ জয়ে আশা ক্ষিণই থাকবে মোহনবাগানের কাছে। রেনবোর বিরুদ্ধে শুধু জয় নয় বাকি দল গুলোর জয় পরাজয়ের ওপরেও ভাগ্য নির্ভর করবে মোহনবাগানের।
দলের নতুন বিদেশি জুলেন কলিনাসকে শনিবার ঘিরে ধরেছিলেন সমর্থকরা, সেলফির বন্যা। যদিও রেনবো ম্যাচে তাঁর খেলার সম্ভাবনা ক্ষীণ, এরিয়ানের বিরুদ্ধেও মাঠে নামেননি তিনি তবে মোহন বাগানের গত ম্যাচ দেখেছেন কল্যাণীর স্টেডিয়ামে বসেই। সূত্রের খবর কলিনাসকে না খেলালেও আরেক বিদেশি ড্যানিয়েল সাইরাসকে রেনবোর বিরুদ্ধে নামাতে পারেন কোচ কিবু। স্প্যানিস কোচ কিবু জানালেন, “শেষ চারটে ম্যাচে জিততে চাই। ১২ পয়েন্ট তুলতেই হবে। তাই বলে এখনই চার ম্যাচ নিয়ে ভাবছি না। এখন মাথায় শুধু রেনবো।”

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.