Header Ads

সিঙ্গাপুরের কাছে হার জিম্বাবোয়ের।


নজরবন্দি ব্যুরোঃ টি ২০ ফরম্যাটের ত্রিদেশীয় সিরিজের তৃতীয় ম্যাচে জয় পেল সিঙ্গাপুর। জিম্বাবোয়ের বিরুদ্ধে  সিঙ্গাপুর তোলে ৯ উইকেটে ১৮১ রান।
জিম্বাবোয়ের বিরুদ্ধে ম্যাচে সিঙ্গাপুরের দুই ওপেনার দ্রুত ফিরে যায়। ডেভিড  এবং মানপ্রীত সং জুটি ভরসা জোগায়। ৪১ রানের পার্টনারশিপ গড়ে ওঠে। সিঙ্গাপুরের হয়ে রোহন  রাঙ্গারাজন ৩৯, চন্দ্রমোহন ২৩ রান করেন। জিম্বাবোয়ের রায়ান বার্ল তিন উইকেট নেন।
জিম্বাবোয়ে ব্যাট করতে নেমে প্রতি ওভারে ১০ রান করে তাড়া করার টার্গেট নিয়ে মাঠে নামে। শুরুটা ভাল করেছিল জিম্বাবোয়ে।  তিন উইকেটে ১৪২ রান তুলে নেয় জিম্বাবোয়ে। রেগিস চাকাভা এবং মুতুম্বাজির আউট হোয়ার পর টার্গেট হাতের দূরে চলে যেতে থাকে। শন উইলিয়মস ৬৬ রানের ইনিংস খেলে দিলেও দলের পতন আটকাতে পারেন নি। সিঙ্গাপুরের বোলার সিদ্ধান্ত সিং শেষ ওভারে দুরন্ত বল করেন। ভারতীয় বংশোদ্ভুত এই বোলারের লাস্ট ওভারে ১০ রান দরকার ছিল জিম্বাবোয়ের। বলের ওপর নিয়ন্ত্রণ রেখে মাত্র ৬ রান খরচ করে দলের জন্য ঐতিহাসিক জয় ছিনিয়ে নেয় সিদ্ধান্ত সিং।  

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.