এনকাউন্টারে খতম মোস্ট ওয়ান্টেড জঙ্গি।
নিরাপত্তার কর্ডন ভেঙে পালানোর চেষ্টা করলেও শেষ রক্ষা করতে পারেনি আসিফ। গাড়িতে করে পালানোর সময়ে এনকাউন্টারে খতম করা হয় মোস্ট ওয়ান্টেড জঙ্গি আসিফ। গুলির লড়াইতে আসমা জান নামে এক কিশোরী জখম হয়েছেন। সোপারে ফল ব্যবসায়ীর শিশু কন্যা সহ পরিবারের চারজনের উপর গুলি চালানোর পিছনেও আসিফ ছিল বলে জানা গিয়েছে। এক ভিনরাজ্যের শ্রমিককেও খুনের ঘটনায় জড়িত আসিফ।

No comments