অবশেষে হারিয়ে যাওয়া বিক্রমের খোঁজ মিলল।
নজরবন্দি ব্যুরোঃ চাঁদের দক্ষিণ মেরুর ঠিক কোন জায়গায় সে নেমেছে বিক্রম তা নিয়ে চিন্তাই ছিলেন ইসরোর বিজ্ঞানীরা। কারণ চাঁদে নামার ২ কিলোমিটার আগে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বিক্রমের সাথে। এর পর ২৪ ঘণ্টা পেরনোর পর অবশেষে আজ দুপুরে খোঁজ পাওয়া গেল বিক্রমের। এমনকি ছবিও তুলে ফেলেছে চাঁদের দক্ষিণ মেরুতে পা ছোঁয়ানো ল্যান্ডার বিক্রমের। সবগুলিই ‘থার্মাল ইমেজ’। সেই সব ছবিই অরবিটার বেঙ্গালুরুতে ইসরোর গ্রাউন্ড কন্ট্রোলরুমে পাঠিয়ে দিয়েছে।
এই মুহূর্তে অরবিটার চাঁদের কক্ষপথে দ্রুত গতিতে ছুটে চলেছে৷ চাঁদের পৃষ্ঠদেশের তথ্য সরাসরি বিজ্ঞানীদের হাতে পাঠিয়ে চলেছে অরবিটার৷ এই অরবিটারের সঙ্গেই যুক্ত ছিল নিখোঁজ হয়ে যাওয়া ল্যান্ডার বিক্রম৷ চাঁদের পৃষ্ঠে অবতরণের জন্য ল্যান্ডারকে সফলভাবে বিচ্ছিন করে দেয় অরবিটার৷ ল্যান্ডারকে বিচ্ছিন্ন করে দেওয়ার পর অরবিটার নিজের কাজ শুরু করে দিয়েছে৷ কিন্তু চাঁদের বুকে অবতরণের শেষ ১৫ মিনিটের মধ্যে ল্যান্ডার বিক্রমের নিখোঁজ হওয়ার ঘটনায় এবার নয়া উদ্যোগে খোঁজ শুরু করে ইসরো৷ অরবিটারকে কাজে লাগিয়ে ল্যান্ডারের খোঁজ শুরু হয়৷ আর তাতেই মেলে সাফল্য৷
এই মুহূর্তে অরবিটার চাঁদের কক্ষপথে দ্রুত গতিতে ছুটে চলেছে৷ চাঁদের পৃষ্ঠদেশের তথ্য সরাসরি বিজ্ঞানীদের হাতে পাঠিয়ে চলেছে অরবিটার৷ এই অরবিটারের সঙ্গেই যুক্ত ছিল নিখোঁজ হয়ে যাওয়া ল্যান্ডার বিক্রম৷ চাঁদের পৃষ্ঠে অবতরণের জন্য ল্যান্ডারকে সফলভাবে বিচ্ছিন করে দেয় অরবিটার৷ ল্যান্ডারকে বিচ্ছিন্ন করে দেওয়ার পর অরবিটার নিজের কাজ শুরু করে দিয়েছে৷ কিন্তু চাঁদের বুকে অবতরণের শেষ ১৫ মিনিটের মধ্যে ল্যান্ডার বিক্রমের নিখোঁজ হওয়ার ঘটনায় এবার নয়া উদ্যোগে খোঁজ শুরু করে ইসরো৷ অরবিটারকে কাজে লাগিয়ে ল্যান্ডারের খোঁজ শুরু হয়৷ আর তাতেই মেলে সাফল্য৷
Loading...
কোন মন্তব্য নেই