সরকারি কর্মচারিদের দুর্নীতি রুখতে কড়া দাওয়াই রাজ্য সরকারের!
নজরবন্দি ব্যুরোঃ সরকারি কর্মচারিদের মধ্যে দুর্নীতির প্রবণতায় হ্রাস টানার লক্ষ্যে কড়া দাওয়াই এর পথে হাটতে চলেছে রাজ্য সরকার। নবান্ন সূত্রে খবর, সরকারি কর্মচারিরা ভ্রমণে যাওয়ার নাম করে ভুয়ো বিল দাখিল করতো। এলটিসিতে ছুটির আবেদন করে ঘুরতে যেত। এরপর কোন ভ্রমণসংস্থাকে দিয়ে ভুয়ো বিল তৈরি করে টাকা আদায় করে নিত। এবার এই বিষয়ে কড়া পদক্ষেপ নিতে চলেছে রাজ্যের অর্থ দপ্তর।
Loading...
Mathar upar netar hat thakle kichu Hobe na.jato paro durniti Karo.
উত্তরমুছুন