Header Ads

সরকারি কর্মচারিদের দুর্নীতি রুখতে কড়া দাওয়াই রাজ্য সরকারের!


নজরবন্দি ব্যুরোঃ সরকারি কর্মচারিদের মধ্যে দুর্নীতির প্রবণতায় হ্রাস টানার লক্ষ্যে কড়া দাওয়াই এর পথে হাটতে চলেছে রাজ্য সরকার। নবান্ন সূত্রে খবর, সরকারি কর্মচারিরা ভ্রমণে যাওয়ার নাম করে ভুয়ো বিল দাখিল করতো। এলটিসিতে ছুটির আবেদন করে ঘুরতে যেত। এরপর কোন ভ্রমণসংস্থাকে দিয়ে ভুয়ো বিল তৈরি করে টাকা আদায় করে নিত। এবার এই বিষয়ে কড়া পদক্ষেপ নিতে চলেছে রাজ্যের অর্থ দপ্তর।
বিঞ্জপ্তি জারি করে বলা হয়েছে, এখন থেকে  কোন ভ্রমণকারি সংস্থা মাধ্যমে বিল করে জমা দিলে গ্রহণ করা হবে না। ভ্রমণ সংস্থার বিল গ্রাহ্য করা হবে না। বিঞ্জপ্তিতে এও জানানো হয়েছে, ট্রেন, বাস, বিমানের টিকিট সরকারি কর্মচারিদেরকেই কাটতে হবে। আর সেই টিকিট প্রমাণ হিসেবে জমা দিলে তবেই পাওয়া যাবে এলটিসি। এর অন্যথায় ভ্রমণ সংস্থার বিলা জমা দিলে অথবা ভুয়ো বিল জমা করে অর্থ আদায়ের চেষ্টায় ধরা পড়লে কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে।     
Loading...

1 টি মন্তব্য:

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.