Header Ads

মোদীকে ‘ফাদার অফ ইন্ডিয়া’ বলে ভূষিত করলেন ট্রাম্প।

নজরবন্দি ব্যুরোঃ হাউডি মোদীতে ট্রাম্পের হয়ে প্রশংসার বন্যা বইয়েছিলেন মোদী। নিউইয়র্কে জাতি সংঘের সাধারণ পরিষদের অধিবেশনে তা ফিরিয়ে দিলেন ট্রাম্প। মোদীকে ভূষিত করলেন নানা বিশেষণে। মোদীকে ‘ফাদার অফ ইন্ডিয়া’ বলে ফেললেন মার্কিন প্রেসিডেন্ট। নিউইয়র্কে প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর যৌথ সাংবাদিক সম্মেলনে মোদীকে বিভিন্ন বিশেষণে ভরিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন “উনি ( মোদী) একজন ভদ্রলোক ও মহান নেতা। আমার বেশ মনে আছে যে আগে ভারতের অবস্থা ছিল খুবই খারাপ।
 সেখানে মানুষের মধ্যে অসন্তোষ-দ্বন্দ্ব ছিল কিন্তু মোদী সবাইকে একজোটে নিয়ে কাজ করে চলেছেন। বাবা যেমন সবাইকে আগলে একসঙ্গে নিয়ে চলে, মোদীও তাই করছেন। হয়তো উনিই ফাদার অব ইন্ডিয়া। আমরা তো ফাদার অব ইন্ডিয়াই বলি”। এই কথার পাশাপাশি সন্ত্রাস প্রশ্নে রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানকে কোণঠাসা করতে চাইছে ভারত। আজ মার্কিন প্রেসিডেন্ট বলেন “মুসলিম মৌলবাদের সমস্যার মোকাবিলা মোদী করতে পারবেন বলেই আমার বিশ্বাস”। বিদেশ মন্ত্রক সূত্রের মতে, এর ফলে সীমান্তপারের সন্ত্রাস মোকাবিলায় আরও স্বাধীনতা পেতে পারে ভারত।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.