Header Ads

“মমতা বন্দ্যোপাধ্যায় ওকে বাঁচাতে পারবেন না” রাজীব কুমার প্রসঙ্গে হুঁশিয়ারি দিলীপের।

নজরবন্দি ব্যুরোঃ পালিয়ে বাঁচতে পারবেন না রাজীব কুমার। চিদাম্বরমও পারেননি। রাজীব কুমারও পারবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় ওকে বাঁচাতে পারবেন না। হুঁশিয়ারি দিলেন বিজেপি রাজ্য সভাপতি। এদিন বিজেপি মহিলা মোর্চার এক কর্মশালায় যোগ দেন দিলীপ ঘোষ। সেখানেই রাজীব কুমারের গ্রেফতারি প্রসঙ্গে একথা বলেন তিনি। প্রসঙ্গত কলকাতা এবং বিধাননগরের প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের উপর থেকে রক্ষা কবজ উঠে গিয়েছে আদালতের নির্দেশে।
 কলকাতা হাইকোর্ট বলেছে, তদন্তের স্বার্থে সিবিআই রাজীব কুমারকে যেকোন সময় গ্রেফতার করতে পারেন। এই প্রসঙ্গেই দিলীপ বাবু বলেন “চিদাম্বরাম কেও খুঁজে পাওয়া যাচ্ছিল না। দেশের সঙ্গে যারা বিশ্বাসঘাতকতা করেছেন, সাধারণ মানুষের বিশ্বাস ভঙ্গ করেছেন, তাঁরা আজ সিবিআই এর ভয়ে ভীত। লক্ষ লক্ষ মানুষের চোখের জলের কারণ রাজীব কুমার। তদন্তে সিবিআই-এর সঙ্গে সহযোগিতা করেননি তিনি। রাজীব কুমারকে তাই কেউ বাঁচাতে পারবে না”।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.