Header Ads

এম এস ধোনির অবসর ঘিরে প্রাক্তন ভারতীয় ওপেনার কি বললেন? জানতে হলে পড়ুন!


নজরবন্দি ব্যুরোঃ মহেন্দ্র সিং ধোনির অবসর প্রসঙ্গ নিয়ে সুনীল মনোহর গাভাস্কার, প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের পর ভারতের প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীর তরুণ প্রজন্মের ক্রিকেটারদের ওপরই আস্থা রেখেছেন। সঞ্জু স্যামসন, ঋষভ পহ্নকে উইকেটের পিছনে খেলানোর পক্ষপাতি প্রাক্তন বা হাতি এই ভারতীয় ওপেনার ব্যাটসম্যান।
গৌতম গম্ভীরের মত হল, অবসর এমন একটি বিষয় যেটা ব্যক্তিগত সিদ্ধান্ত। এই প্রসঙ্গে গৌতম গম্ভীরের বক্তব্য হল, ' বিষয়টা কেবল প্রাক্তন ভারত অধিনায়ককে নিয়ে নয়, বিষয়টি জাতীয় দলেরও। তাই নির্বাচকদের উচিত ভবিষ্যৎ এর কথা ভাবা।'
উইকেট কিপার সঞ্জু স্যামসন এবং ঋষভ পহ্ন নিয়ে প্রাক্তন ভারতীয় ওপেনারের দৃষ্টিভঙ্গি হল, 'এবার সময় হয়েছে কোন তরুণ তারকাকে তৈরির করার। আগামী চার পাঁচ বছর তাকে খেলানোর। কেননা এটা ধোনির বিষয় নয়, দেশের বিষয়। এটা ধোনির বিষয় নয়, যে সে পরের বিশ্বকাপ খেলবে কিনা। এটা দেশের ব্যাপার যে পরের বিশ্বকাপ ভারত জিতবে কিনা।' এখানেই শেষ নয়। প্রাক্তন এই ভারতীয় ওপেনার জানিয়েছেন, ঋষভ পহ্ন বা সঞ্জু স্যামসনের মতো তরুণদের খেলানো উচিত। এই বিষয়ে গৌতম গম্ভীর বলেন,'যদি আমাকে জিঞ্জাসা করেন, তাহলে আমি বলবো এবার ভারতীয় ক্রিকেটের সময় হয়েছে ধোনিকে পিছনে রেখে সামনের দিকে তাকাতে।'
এম এস ধোনির অবসর ঘিরে জল্পনা বেড়ে চলেছে। বিশ্বকাপের পর ওয়েস্ট ইন্ডিজ সফরে ছিলেন না ধোনি। দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজেও নেই মাহি। নভেম্বরে টাইগারদের বিরুদ্ধে সিরিজেও অনিশ্চিত মহেন্দ্র সিং ধোনি। এরই মাঝে এক ভারতীয় বোর্ড কর্তা ধোনির চোটের প্রসঙ্গ তুলেছেন। সব মিলিয়ে এম এস ধোনির অবসর 'পহেলি' হয়ে উঠেছে।         

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.