গেইলের সেঞ্চুরি কাজে এল না, হেরে গেল টিম।
নজরবন্দি ব্যুরোঃ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ক্রিস গেইলের ৬২ বলে ১১৬ রানের ইনিংস কাজে এল না। ১০ টি ছয়ে সাজানো গেইলের ইনিংস কাঁপিয়ে তুলেছিল টি-২০ ম্যাচকে। জামাইকা থালাওয়াসের হয়ে ক্রিস গেইল চ্যাদরিক ওয়ালটনের (৭৩) সঙ্গে জুটি বেঁধে ২৪১ রানের স্কোর গড়ে তোলে। আন্দ্রে রাসেল করে ১৫ রান।
এই ম্যাচে সেঞ্চুরি করার ফলে ক্রিস গেইলের সেঞ্চুরি সংখ্যা দাঁড়ালো ২২। যা টি-২০ ক্রিকেটে সর্বাধিক।
No comments