Header Ads

নয়া রেকর্ডের হাতছানি রোনাল্ডোর সামনে।


নজরবন্দি বুরোঃ ইউরো বাছাই পর্বের 'বি' গ্রুপে লিথুনিয়াকে ৫-১ গোলে হারিয়ে দিল পর্তুগাল। ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো হ্যাটট্রিক সহ আরও একটি গোল করেছে। মোট ৪ টি ম্যাচে।
সি আর সেভেনের হ্যাটট্রিক সংখ্যা ৫৪ টি, ক্লাব এবং দেশের জার্সি গায়ে। রিয়েল মাদ্রিদের জার্সি গায়ে ৪৪ টি আর  ম্যানচেস্টার ইউনাইটেড এবং জুভেন্তাসের হয়ে একটি করে হ্যাটট্রিক রয়েছে। পর্তুগালের হয়ে ৮ টি হ্যাটট্রিক আছে রোনাল্ডোর। দেশের জার্সি গায়ে ১৬০  ম্যাচে ৯৩ টি গোল রয়েছে রোনাল্ডোর। ঠিক তার ওপরে আছেন ইরানের সেন্ট্রাল ফরোয়ার্ডের ফুটবলার আলী দায়ির। ১৪৯ ম্যাচে দায়িরের গোল সংখ্যা ১০৯ টি। পর্তুগালের জার্সি গায়ে আর ১৭ টি গোল বিপক্ষের জালে জড়িয়ে দিতে পারলেই সি আর সেভেন বিশ্বের সর্বাধিক গোলদাতা হিসেবে নিজের নাম লিখিয়ে ফেলবেন।


কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.