Header Ads

বলিউডের বাদশার পাক পেসারকে জড়িয়ে ধরার ছবি ভাইরাল

নজরবন্দি ব্যুরোঃক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে শাহরুখ খানের টিম ট্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে বল করে থাকেন প্রতিভাবান পাকিস্তান পেসার মহম্মদ হাসনাইন।ক্যারিবিয়ান লিগে হাসনাইন টিমের হয়ে প্রথম ম্যাচে কিটস অ্যান্ড নেবিস পেট্রিয়টসকে হারিয়ে দেয়। ম্যাচে হাসনাইন তিন উইকেট পেয়েছে। আর পাক পেসারের দুরন্ত বোলিং জোরে ১১ রানে জিতেছে শাহরুখের দল ক্যারিবিয়ান লিগে। আর এই জয়েই উচ্ছ্বসিত হয়ে শাহরুখ খান প্রতিভাবান পাক পেসার মহম্মদ হাসনাইনকে বুকে জড়িয়ে ধরেন। ড্রেসিংরুমে হাসনাইকে জড়িয়ে ধরে টিকেআর কর্ণধার তথা বলিউড বাদশা শাহরুখ খান প্রশংসায় ভরে ওঠেন। ম্যাচে হাসনাইন ছাড়াও ভাল পারফর্ম করে জেমস নিশান ও কায়রন পোলার্ড।

Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.