বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফের সিএবি সভাপতি মহারাজ, ক্রিকেট প্রশাসনে আজহারের কামব্যাক।
নজরবন্দি ব্যুরোঃ শুক্রবার দ্বিতীয়বারের জন্য সিএবি সভাপতি নির্বাচিত হয়ে গেলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে বঙ্গ ক্রিকেটের নিয়ামক সংস্থার সভাপতির চেয়ারে মহারাজ। তবে ২০২০ সালের জুলাই এর বেশি এই পদে থাকতে পারবে না সৌরভ। কারণ লোধা কমিটির বেঁধে দেওয়া নতুন সংবিধানে ভারতীয় ক্রিকেটে 'কুলিং অফ পিরিয়ড' সংযোজন হয়েছে। ছয় বছরের বেশি কোন ব্যক্তি ভারতীয় ক্রিকেট বোর্ড কিংবা তাঁর অধীনস্থ রাজ্য ক্রিকেট সংস্থার কোনও পদে পদাধিকারি হিসেবে থাকতে পারবেন না। তাই সৌরভ গঙ্গোপাধ্যায়কেও সরে যেতে হবে সিএবির সভাপতি পদ থেকে। কারণ সিএবি সভাপতি হিসেবে ছয় বছর সময়সীমা শেষ হবে ২০২০ সালের জুলাই মাসে। এবারের বারের সিএবি নির্বাচন বয়কট করেছিল বিপক্ষ শিবির। যাইহোক শেষ পর্যন্ত দ্বিতীয় বারের জন্য সিএবি সভাপতি হয়ে গেলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।
অন্যদিকে, শুক্রবারই হায়দরাবাদ ক্রিকেট সংস্থার নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে সভাপতি হয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন। দেশের হয়ে ৯৯ টি টেস্ট এবং ৩৩৪ টি একদিনের ম্যাচ খেলেছেন আজ্জু। ম্যাচ গড়াপেটার অভিযোগ ছিল আজহারের বিরুদ্ধে। বিসিসিআই নির্বাসিত করেছিল। পরবর্তী সময়ে আজহারের ওপর থেকে নির্বাসন তুলে নেয় ভারতীয় বোর্ড। দীর্ঘদিন ক্রিকেট থেকে দূরে থাকার পর হায়দরাবাদ ক্রিকেট সংস্থার সভাপতি হওয়ার ফলে এখন ক্রিকেট প্রশাসনে দেখা যাবে মহম্মদ আজহারউদ্দিনকে।
কোন মন্তব্য নেই