'শোলের' কালিয়া প্রয়াত।
নজরবন্দি ব্যুরোঃ শোলে চলচ্চিত্রে জেল পালানো কুখ্যাত ডাকাত গব্বর জানতে চাইছে 'কিতনে আদমি থে' উত্তরে ডাকাত দলের সদস্য কালিয়ার জবাব 'দো আদমি থে সর্দার'। এই বিখ্যাত সংলাপ অভিনেতা আমজাদ খান আর বিজু খোটের মধ্যে আদানপ্রদান হয়েছিল। আর সেই চলচ্চিত্রের কালিয়া নামে খ্যাত অভিনেতা বিজু খোটে সোমবার প্রয়াত হলেন নিজের বাড়িতে।
মাল্টি অর্গ্যান ফেলিয়র অভিনেতা বিজু খোটের মৃত্যুর কারণ। ৭৭ বছর বয়সী বিজু খোটে ৩০০ মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন। সোমবার সকাল ৬.৫৫ মিনিটে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান এই অভিনেতা। বেশ কিছু দিন ধরে অসুস্থ ছিলেন। হাসপাতাল থেকে বাড়ি নিয়ে আসা হয় অভিনেতাকে। বাড়িতেই দেহত্যাগ করেন শোলে চলচ্চিত্রে কালিয়া নামে খ্যাত অভিনেতা বিজু খোটে।
কোন মন্তব্য নেই