Header Ads

শেফ সলমন! কিন্তু কেন? জেনেনিন।

নজরবন্দি ব্যুরোঃ সম্প্রতি জমপ্রিয় টিভি শো 'বিগ বস' এর জন্য একটি প্রমো শ্যুট করেছেন সলমন খান। সেখানে সাজানো গোছানো রান্নাঘরে নিজের হাতেই রান্না করতে দেখা গেছে ভাইজানকে। আর এই ছবি এখন ভাইরাল। তাহলে প্রশ্ন উঠছে এবার কি বিগ বসের প্রতিযোগীদের জন্য রান্ন করে খাওয়াবেন ভাইজান? কারণ এর আগের সিজিনে প্রতিযোগীদের জন্য সলমনের বাড়ি থেকে তিনি খাবার নিয়ে আসতেন ও তাঁদের খাওয়াতেন।
 তবে এবার বিগ বসে এই প্রমো তে পুরোপুরি সেফদের পোশাকে দেখা যাচ্ছে সলমন কে। এবার কে কে থানবেন বিগ বসের ঘরে? এখনও তা ফাইনাল হয়নি তবে কিছু নাম সামনে এসেছে তাঁরা হলেন রাজপাল যাদব, দেবলীনা ভট্টাচার্য, সিদ্ধার্থ শুক্লা, মাহিকা শর্মা, মেঘনা মালিক, পবিত্র পুনিয়া, আরতি সিনহা।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.