গুজরাতের বিরুদ্ধে বিজয় হজ়ারে ট্রফি দিয়ে মরশুম শুরু বাংলার। দলে ঋদ্ধি।
নজরবন্দি ব্যুরোঃ গুজরাতের বিরুদ্ধে আজ, মঙ্গলবার বিজয় হজ়ারে ট্রফির ম্যাচ দিয়েই শুরু হচ্ছে বাংলার ক্রিকেট মরসুম। গত বারেরে চেয়ে এবার কিন্তু বাংলার দলে ফিটনেসের উপর অনেক বেশি জোর দিয়েছে ফলে এবারের দল অনেক তরতাজা। দল নিয়ে কোচ অরুণলাল বলেন “গত বারের চেয়ে এ বার আমাদের দলের ভারসাম্য খুব ভাল। ব্যাটিংয়ে মনোজ তিওয়ারি, অনুষ্টুপ মজুমদার, সুদীপ চট্টোপাধ্যায়, ঋদ্ধিমান সাহা রয়েছে। পেস বিভাগে অশোক ডিন্ডা, আকাশ দীপ, সায়ন ঘোষ থাকছে। আমাদের স্পিনারেরা প্রত্যেকেই ব্যাট করতে পারে। অর্ণব নন্দী, শাহবাজ় আহমেদ ও কর্ণ লাল তিনজনেই অলরাউন্ডার। সেটা সব চেয়েবড় সুবিধা”। জাতীয় ওয়ান ডে-র ফর্ম্যাট অনুযায়ী আট ম্যাচের মধ্যে।
৬টি জিততে পারলে কোয়ার্টার ফাইনালের রাস্তা পাকা করে ফেলবে বাংলা। তাই প্রথম ম্যাচ থেকেই আগ্রাসী ক্রিকেট খেলতে মরিয়া দল। গুজরাতও শক্তিশালী। তবে বাংলা দলে প্রথম ম্যাচে পাওয়া গিয়েছে ঋদ্ধিমান কে তাঁকে কোথায় খেলানো হবে তা নিয়ে লাল বলেন “ঋদ্ধিকে ওপেন করানোই যেত কিন্তু এই উইকেটে পরের দিকে ওকে প্রয়োজন হবে। স্পিনাররা সাহায্য পাবে না। সেই পরিস্থিতি কাজে লাগানোর জন্য ঋদ্ধিকে পরে নামানো হবে”।
কোন মন্তব্য নেই