Header Ads

জেনে নিন কবে ব্যাঙ্ক ধর্মঘট?


নজরবন্দি ব্যুরোঃ পুজোর মুখে ব্যাঙ্ক ধর্মঘট। সেপটেম্বরের ২৫ এবং ২৬ তারিখ ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে ব্যাঙ্ক কর্মী ইউনিয়নগুলো। ব্যাঙ্ক সংযুক্তিকরণের প্রতিবাদে এই ধর্মঘট।
২৫ সেপটেম্বর বৃহস্পতিবার এবং ২৬ সেপটেম্বর শুক্রবার ব্যাঙ্ক ধর্মঘট থাকবে। পরের দিন শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকে। আর রবিবার ছুটি থাকে।সব মিলিয়ে টানা চারদিন ব্যাঙ্কের কাজকর্ম বন্ধ থাকবে। জানা গিয়েছে, দাবি পূরণ না হলে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকেই অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের পথে হাটতে পারে ইউনিয়নগুলো।
১০ টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ককে মিলিয়ে দিয়ে  ৪ টি বড় মাপের ব্যাঙ্ক তৈরির কথা বলেছেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ৩০ আগস্ট এই ঘোষণা হয়েছিল ওই দিনেই ব্যাঙ্ক ইউনিয়গুলো অন্দোলনের ডাক দিয়েছিল। ধর্মঘটের পিছনে ব্যাঙ্ক সংযুক্তিরাণের প্রতিবাদ ছাড়াও বেতন সংশোধন, সপ্তাহে পাঁচ দিন কাজ অন্তর্ভূক্ত রয়েছে বলে জানা গিয়েছে।   
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.