উৎসব রসিক বাঙালির ভাঁড়ারে টান, পুজোর আগ চার দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক।
অমিত সরকারঃ ২৬-২৭ সেপ্টেম্বর ব্যাঙ্ক ধর্মঘটের ডাক। ৪টি ব্যাঙ্ক অফিসার্স সংগঠনের ডাকে ধর্মঘটের ডাক। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির সংযুক্তিকরণের বিরুদ্ধে ধর্মঘটের ডাক। ব্যাঙ্ক ও এটিএম পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা।
চলতি মাসের ২৬, ২৭ তারিখে ব্যাঙ্ক ধর্মঘট এর পরে চলে আসে পিতৃপক্ষের অবসান মাতৃ পক্ষের সূচনা দেবী দুর্গার মহালায়া ও চতুর্থ শনিবার। তারপরের দিনই পড়ছে রবিবার। একাধিক কর্মসূচিতে বন্ধ থাকবে ব্যাংক। পুজোর আগে চারদিনের ব্যাংক ছুটি ঘিরে উত্তেজনার পারদ অনেকটাই নামতে পারে পুজো প্রেমীদের। মানে অর্থ যোগানের ক্ষেত্রে সমস্যায় পড়তে পারে উৎসুক জনতার ভিড়। খাদ্য প্রেমী বাঙালির প্রিয় পুজো দুর্গাপূজো আর সেখানেই যদি অর্থের ভাঁটা আসে তবে আনন্দে ব্যাঘাত ঘটা টাই স্বাভাবিক
অন্যদিকে ব্যাঙ্ক ধর্মঘটের ফলে টাকা জমা দেওয়া, টাকা তোলা, চেক ক্লিয়ারেন্স এবং ডিম্যান্ড ড্রাফট ইস্যুর মত ক্ষেত্রে ব্যাপক প্রভাব পড়বে তা বলাই বাহুল্য।
চলতি মাসের ২৬, ২৭ তারিখে ব্যাঙ্ক ধর্মঘট এর পরে চলে আসে পিতৃপক্ষের অবসান মাতৃ পক্ষের সূচনা দেবী দুর্গার মহালায়া ও চতুর্থ শনিবার। তারপরের দিনই পড়ছে রবিবার। একাধিক কর্মসূচিতে বন্ধ থাকবে ব্যাংক। পুজোর আগে চারদিনের ব্যাংক ছুটি ঘিরে উত্তেজনার পারদ অনেকটাই নামতে পারে পুজো প্রেমীদের। মানে অর্থ যোগানের ক্ষেত্রে সমস্যায় পড়তে পারে উৎসুক জনতার ভিড়। খাদ্য প্রেমী বাঙালির প্রিয় পুজো দুর্গাপূজো আর সেখানেই যদি অর্থের ভাঁটা আসে তবে আনন্দে ব্যাঘাত ঘটা টাই স্বাভাবিক
অন্যদিকে ব্যাঙ্ক ধর্মঘটের ফলে টাকা জমা দেওয়া, টাকা তোলা, চেক ক্লিয়ারেন্স এবং ডিম্যান্ড ড্রাফট ইস্যুর মত ক্ষেত্রে ব্যাপক প্রভাব পড়বে তা বলাই বাহুল্য।
No comments