ভাঙরে তোলাবাজি, 'দিদিকে বলো' অভিযোগ।
নজরবন্দি ব্যুরোঃ রক্তদান শিবির ঘিরে তোলাবাজির অভিযোগ। অভিযোগ উঠলো ভাঙড়ে। ঘটনায় নাম জড়িয়েছে আরাবুল ইসলাম ঘনিষ্ঠ সাদ্দাম মোল্লা, কওসার মল্লি্কের বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ জানিয়েছেন 'দিদিকে বলো' মোবাইল নম্বরে।
ঘটনার কেন্দ্রস্থল দক্ষিণ ২৪ পরগণার ভাঙর ১ ব্লকের রাজাপুর গ্রাম। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রক্তদান শিবিরের নাম করে আরাবুল ইসলাম ঘনিষ্ঠ সাদ্দাম মোল্লা, কওসার মল্লিক তোলাবাজি করে থাকে। লক্ষ লক্ষ টাকা আদায় করা হয়। যে সংগঠনের নামে এই রক্তদান শিবির আয়োজন করা হয় তাঁর কোন রেজিস্ট্রেশন নেই।
গত বছরও এই রক্তদান শিবিরের আয়োজনের ব্যবস্থা করা হলেও প্রশাসন অনুমতি দেয়নি। ভাঙড়ে আরাবুল ইসলাম এবং কাইজার আহমেদের গোষ্ঠী কলহ প্রকাশ্যে এসেছে বারে বারে। এই ঘটনা তারই প্রতিফলন, এমনটাই মনে করে স্থানীয় বাসিন্দারা।
এদিকে গ্রাম পঞ্চায়েত সদস্য রেজাউল মোল্লা জানিয়েছেন, ' আমি কোন গ্রামে তোলা দায় করি না।'
ভাঙড় আছে ভাঙড়েই। মুখ্যমন্ত্রী জেলার প্রশাসনিক বৈঠকে তোলাবাজির বিরুদ্ধে পুলিশ প্রশাসনকে কড়া ব্যবস্থা নেওয়ার নিদান দিলেও তোলাবাজি কারবার রমরমিয়ে চলছে তা ভাঙড়ের ঘটনা থেকে স্পষ্ট।
কোন মন্তব্য নেই