এনআরসি ইস্যুতে রাজ্যে আসছেন অমিত শাহ।
নজরবন্দি ব্যুরোঃ জাতীয় নাগরিক পঞ্জীকরণ (এন আর সি) ইস্যুকে হাতিয়ার করে দুর্গোপুজোর প্রাক্কালে রাজ্যে আসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মুন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। ২০২১ রাজ্য বিধানসভা ভোটকে পাখির চোখ করে এগোচ্ছে রাজ্যে গেরুয়া শিবির। সেই সঙ্গে এনআরসি ইস্যুকে ভাসিয়ে দিয়ে বঙ্গ রাজনীতিতে ফায়দা তুলতে মরিয়া রাজ্য বিজেপি।
ঠিক এই আবহেই রাজ্যে অমিত শাহর আগমন হতে চলেছে। সূত্র মারফৎ জানা যাচ্ছে, শুধুমাত্র কলকাতার দুর্গোপুজোর উদ্বোধনের মধ্যে দিয়েই অমিত শাহ নিজের সফরসূচীকে সীমাবদ্ধ রাখতে নারাজ। এরই সঙ্গে উদ্বাস্তুদের নিয়ে গড়ে ওঠা সংগঠনের একটি সেমিনারে বক্তব্য রাখতে পারেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। শুধু এআ্ররসি ইস্যুই নয়, সঙ্গে থাকবে নাগরিকত্ব সংশোধনী বিল বা সিটিজেনশিপ আমেন্ডমেন্ট বিল প্রসঙ্গেও সেমিনারে বক্তব্য রাখতে পারেন অমিত শাহ। তবে অমিত শাহর সফরসূচী এখনও নির্দিষ্ট না হলেও রাজ্য বিজেপি সমস্ত প্রস্তুতি সেরে ফেলতে চাইছে।
১৯৪৭ সালে ভারতের স্বাধীনতার পর পূর্ব পাকিস্তানের জন্ম হয়। ওই সময় অনেকেই এদেশে চলে আসেন। পরের সময়ে ১৯৭১ স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের আত্মপ্রকাশের পর বহু হিন্দু চলে আসে ভারতে। অসমে এনআরসির নিয়ম অনুযায়ী, ১৯৭১ সালের ২৪ মার্চকে তারিখ হিসেসবে ধরা হয়েছে। চিহ্নিত করা হয়েছে কারা ওই তারিখের আগে এবং পরে এসেছে।

No comments