Header Ads

নতুন আইনে মাসুদ আজহার, হাফিজ সইদ ও দাউদদের জঙ্গি বলে ঘোষণা ভারতের।

নজরবন্দি ব্যুরোঃ জইশ-এ-মহম্মদ প্রধান মৌলানা মাসুদ আজহার, জামাত-উদ-দাওয়া প্রধান হাফিজ সইদ, লস্কর-এ-তৈবার জাকিউর রহমান লকভি ও দাউদ ইব্রাহিমকে বেআইনি গতিবিধি প্রতিরোধ আইনে (ইউএপিএ) সন্ত্রাসবাদী ঘোষণা করল ভারতের স্বরাষ্ট্রমন্ত্রক। স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকায় বলা হয়েছে, কেন্দ্রীয় সরকার বিশ্বাস করে মাসুদ আজহার এবং হাফিজ সইদ জঙ্গি কার্যকলাপে যুক্ত।
 সেইজন্য আইন অনুযায়ী তাদের জঙ্গি বলে ঘোষণা করা হল।১৯৬৭-র দ্য আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট সংশোধিত হয়ে দ্য আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট ২০১৯ নামে সংসদে পাশ হয়েছিল। এই আইনের মাধ্যমে ঘোষিত জঙ্গিদের চলাচলের ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আগামী দিনে আরও অনেকের নাম সন্ত্রাসী তালিকায় তোলা হবে বলে খবর।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.