Header Ads

রবি শাস্ত্রীর নিয়োগ ঘিরে বিতর্ক,যেতে পারে চাকরী! কিন্তু কেন?

নজরবন্দি ব্যুরো: ভারতীয় ক্রিকেটে ২০২১ সাল পর্যন্ত ক্রিকেট কোচ হিসেবে নিযুক্ত হয়েছিলেন রবি শাস্ত্রী। কিন্তু তার এই নিয়োগ ঘিরে বিতর্ক। কেননা সুপ্রীম কোর্টের নির্দেশে ক্রিকেট অয়্যাডভাইজারি কমিটি (সিএসি) এর সুপারিশ অনুযায়ী টিম ইন্ডিয়ার কোচ নিযুক্ত হয়েছিলেন রবি শাস্ত্রী। আর বিসিসিআই এর এথিক্স কমিটির ডি কে জৈন জানিয়েছেন, সিএসিতে স্বার্থ এর সংঘাতের প্রশ্ন জড়িয়ে রয়েছে। কপিল দেব, অংশুমান গায়কোয়ার এবং শান্তা রাঙ্গাস্বামীর নাম জড়িয়েছে স্বার্থ এর সংঘাতে।
১০ অক্টোবরের মধ্যে নোটিশের যথাযথ উত্তর চাওয়া হয়েছে। সিএসির সদস্যদের বিরুদ্ধে অভিযোগ সত্য প্রমাণিত হলে রবি শাস্ত্রীর চাকরী চলে যেতে পারে। সেক্ষেত্রে নতুন করে টিম ইন্ডিয়ার কোচ নির্বাচন প্রক্রিয়া শুরু করতে হবে। এই একই জাঁতাকলে জড়িয়ে পড়েছে টিম ইন্ডিয়ার মহিলা দলের কোচ উরকেরি রমন। কেননা বর্তমান সিএসি সদস্যরা রমনকে নিয়োগ করেছিল।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.