এবার পড়ুয়াদের পোশাক কিনতেও কাটমানির অভিযোগ!
নজরবন্দি ব্যুরোঃ কাটমানি নিয়ে সরব রাজ্য রাজনীতি। কাটমানি ফেরৎ পাওয়াকে কেন্দ্র করে বিক্ষোভ দেখাচ্ছে মানুষ রাস্তায় নেমে। ঘেরাও করা হচ্ছে যারা কাটমানি খেয়েছেন। কাটমানির টাকা ফিরিয়ে দেওয়ার ছবিও ধরা পড়েছে। এবার কাটমানি খেয়ে বিদ্যালয়ের পড়ুয়াদের নিম্নমানের পোশাক সরবারহের অভিযোগ উঠলো বনগাঁয়। বিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধেই নজিরবিহীনভাবে কাটমানি খাওয়ার অভিযোগ উঠে গেল। বুধবার সয়াক্লে বনগাঁর সাতভাই কালিবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের বাইরে দাঁড়িয়ে বিক্ষোভে ফেটে পড়ে অভিভাবকেরা। অভিযোগ উঠেছে, কাটমানি খেয়ে পড়ুয়াদের মধ্যে নিম্নমানের পোশাক সরবারহ করা হয়েছে। অবশ্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক এই অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন।
বুধবার প্রশাসনের তরফ থেকে পড়ুয়াদের পোশাক হাতে তুলে দেওয়া হয়। কিন্তু অভিভাবকদের অভিযোগ, নিম্নমানের পোশাক দেওয়া হয়েছে কাটমানির বদলে। বিক্ষোভের ফলে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। অভিযোগ, পড়ুয়া পিছু ৬০০ টাকা দেওয়া প্রশাসনের তরফে। কিন্তু ওই তাকা খরচ করা হয়নি পোশাক তৈরির পিছনে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, 'বিডিও নির্দেশে একটি স্বনির্ভর গোষ্ঠী পোশাক তৈরি করেছে। এখানে কাটমানির কোন বিষয় নেই'।
No comments