Header Ads

কেন বাড়ছে সোনার দাম? আসুন জেনে নিন।

নজরবন্দি ব্যুরোঃ অগাস্ট মাসে ২৪ ক্যারটের ১০ গ্রাম সোনার দাম গিয়ে দাঁড়িয়েছে ৩৮,৪৬৬.০০ হাজার টাকায়। ২০১৮ সালের নিরিখে যে দাম প্রায় ২৫ শতাংশ বেড়েছে। ক্রমেই দিনে দিনে বাড়ছে সোনার দাম। কিন্তু কেন বাড়ছে এই ধাতুর দাম? এর পিছনে রয়েছে কিছু কারণ।

 ১) ভারতে ক্রমাগত সোনার চাহিদা বাড়ার জন্যই এমনটা ঘটছে। ২) চিন-আমেরিকার মধ্যে বাণিজ্যিক নীতি নিয়ে বিরোধ। ৩) গত কয়েক মাসে ডলারের তুলনায় টাকার দাম ক্রমশ পড়ছে। ৪) আন্তজাতিক শেয়ার বাজারে মন্দা যাচ্ছে। যার প্রভাব পড়েছে ভারতের বাজারে। তাই আন্দর্জাতিক বাজারে মন্দার কারণেই সোনার দাম চড়ছে। ৫) আমেরিকার ফেডারেল রিজার্ভ ব্যাঙ্ক সুদের হার কমানোর ইঙ্গিত দিয়েছে। ফলে সোনায় লগ্নির প্রবণতা তৈরি হচ্ছে। ফলে কৃত্রিম চাহিদাও তৈরি হয়েছে বাজারে। এর জেরে সোনা ক্রমশই দামি হচ্ছে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.