Header Ads

আবার বঙ্গোপসাগরে নিম্নচাপ,কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে।

নজরবন্দি ব্যুরোঃ ফের উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। এর ফলে আগামী ২৪ ঘন্টায় ঝাড়গ্রাম ও দুই মেদিনীপুরে বৃষ্টি হবে। কলকাতা-সহ বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী ৪৮ ঘণ্টায় কলকাতায় কখনও ভারী কখনও মাঝারি বৃষ্টি চলবে। কলকাতা ছাড়াও দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া, ঝাড়গ্রাম, নদিয়া, দুই মেদিনীপুর, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনায় এ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সোম ও মঙ্গলবার উত্তরবঙ্গে বৃষ্টির সেরকম কোনও পূর্বাভাস নেই। তবে বুধবার ও বৃহস্পতিবার বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুত্-সহ বৃষ্টি হতে পারে। বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ায় সমুদ্র উত্তাল থাকবে। ফলে পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলের মত্স্যজীবীদের বিষয়টি নিয়ে সতর্ক করা হয়েছে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.