Header Ads

আবার রেকর্ড করলেন বিরাট। টপকালেন দাদা কে। শুভেচ্ছা সৌরভের।

নজরবন্দি ব্যুরোঃ একই দিনে ২ টি রেকর্ড ভাঙলেন বিরাট কোহেলি। প্রথম টি মিঁয়াদাদের আর পরের টি সৌরভের। কি সেই রেকর্ড? ওয়ানডে তে দাদার রান ছিল ৩০০ ইনিংসে ১১,৩৬৩ রান। এদিন সেই রান টোপকে গেলেন বর্তমান অধিনায়ক। তাঁর রান এই মুহূর্তে ২২৯ ম্যাচে ১১, ৪০৬। গত কাল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পোর্ট অব স্পেনে ১২৫ বলে ১২০ রান করেন ভারত অধিনায়ক। এই রেকর্ড ও সুন্দর ইনিংস খেলার জন্য বিরাটকে অভিনন্দন জানান সৌরভ।
টুইটারে তিনি লেখেন “ওয়ান ডে-তে আরও একটি অসাধারণ ইনিংস উপহার দেওয়ার জন্য ধন্যবাদ বিরাট।সত্যি অপূর্ব”। এই মুহূর্তে কোহেলির নানান কীর্তি এক নজরেঃ ভারতীয় ক্রিকেটার হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ রানের অধিকারী (১১,৪০৬)। পিছনে ফেললেন সৌরভ গঙ্গোপাধ্যায়কে (১১,৩৬৩)। সামনে শুধু সচিন। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ওয়ান ডে তে সব চেয়ে বেশি রানের মালিক (২০৩২)। ২৬ বছর অক্ষত থাকা জাভেদ মিঁয়াদাদের (১৯৩০) রেকর্ড ভাঙলেন বিরাট। ওয়ান ডে সেঞ্চুরির দিক থেকে তিনি দুই নম্বরে (৪২)। তাঁর সামনে এখন একমাত্র সচিন তেন্ডুলকর (৪৯)।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.