আবার রেকর্ড ভাঙলেন বিরাট। এবার মিয়াদাদের।
নজরবন্দি ব্যুরোঃ আবার নতুন রেকর্ড করলেন বিরাট। ফের পোর্ট অফ স্পেনে ব্যাট ধরেই নতুন মাইলস্টোন নিজের নামের পাশে লিখে ফেললেন বিরাট কোহলি । ভারত অধিনায়ক এদিন পাকিস্তানি লেজেন্ড জাভেদ মিয়াদাদের ২৬ বছরের পুরনো রেকর্ড ভেঙে ফেললেন । ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে মিঁয়াদাদ করেছেন ১৯৩০ রান।
এই ম্যাচের আগে বিরাট কোহলি দাঁড়িয়েছিলেন ১৯১২ রানে। পোর্ট অফ স্পেনে ব্যক্তিগত ১৯ রানে পৌঁছতেই মিঁয়াদাদের কাছ থেকে ২৬ বছরের পুরনো রেকর্ড ছিনিয়ে নেন বিরাট।মিঁয়াদাদ ৬৪টি ইনিংসে ১৯৩০ রান করেছিলেন। কোহলি ৩৪টি ইনিংসে টপকে গেলেন তাঁকে।
এই ম্যাচের আগে বিরাট কোহলি দাঁড়িয়েছিলেন ১৯১২ রানে। পোর্ট অফ স্পেনে ব্যক্তিগত ১৯ রানে পৌঁছতেই মিঁয়াদাদের কাছ থেকে ২৬ বছরের পুরনো রেকর্ড ছিনিয়ে নেন বিরাট।মিঁয়াদাদ ৬৪টি ইনিংসে ১৯৩০ রান করেছিলেন। কোহলি ৩৪টি ইনিংসে টপকে গেলেন তাঁকে।

No comments