Header Ads

দুর্গা পুজো নিয়ে আয়কর নোটিশের প্রতিবাদ ধর্নায় বসতে চলেছে তৃণমূল।ঘোষণা মমতার।

নজরবন্দি ব্যুরোঃ দুর্গা পুজো নিয়ে আয়কর দফতরের নোটিশের প্রতিবাদ ধর্নায় বসতে চলেছে তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার কলকাতার সুবোধ মল্লিক স্কোয়ারে ধর্নায় বসবে তৃণমূলের বঙ্গ জননী শাখা। এদিন টুইটারে এই কর্মসূচির কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার দুপুরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ট্যুইট করে জানান,আয়কর দপ্তর অনেক দুর্গাপুজো কমিটিকে কর দেওয়ার জন্য নোটিস পাঠিয়েছে।
আমরা আমাদের সব জাতীয় উত্সবকে নিয়ে গর্বিত। উত্সব সকলের। কোনও পুজোতে ট্যাক্স বসানো হোক, আমরা চাই না। এটা সংগঠকদের ওপর একটি বাড়তি বোঝা হবে। এর আগেও দুর্গাপুজোগুলিকে আয়কর নোটিশের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মোদী সরকারের বিরুদ্ধে তোপ দাগেছিলেন তিনি। কার্যত হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন দুর্গাপুজো কমিটিগুলির গায়ে হাত পড়লে ছেড়ে কথা বলা হবে না।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.