Header Ads

পেলেন না বেতন! মাসপয়লায় বিপর্যয়ের মুখে বাংলার লক্ষাধিক শিক্ষক।

নজরবন্দি ব্যুরোঃ সদ্য যোগ্যতা অনুযায়ী বেতনের দাবীতে টানা ১৩ দিন অনশন করে নিজেদের কিছুটা দাবি রাজ্য সরকার কে মানতে এক প্রকার বাধ্য করেছেন রাজ্যের প্রাথমিক শিক্ষকরা। বেতন বেড়েছে অনেকটাই। পাশাপাশি বেতন বেড়েছে এসএসকে এমএসকে এস দের। ভাতা বেড়েছে বিধায়ক, পুর প্রতিনিধি সহ পঞ্চায়েতের ত্রিস্তরে। রাজকোষ যেই ধাক্কা সামলাতে হিমশিম খাওয়ার অবস্থা।

এই অবস্থায় মাস পয়লাতেই ঘটল অঘটন। বেতন থেকে বঞ্চিত হলেন রাজ্যের লক্ষাধিক শিক্ষক। সূত্রের খবর আজ দিন ভর বেতন ঢোকেনি কয়েক লক্ষ শিক্ষকের। সরকারি স্কুলের শিক্ষকরা বেতন পেলেও বেতন পাননি সরকারি স্পন্সর স্কুলের শিক্ষকরা। সেই শিক্ষকদের সংখ্যা লক্ষাধিক! সেই বেতন কবে আসবে তা নিয়ে জটিলতা তৈরি হয়েছে।
কারন সূত্র জানাচ্ছে অর্থ দফতরের সাথে ট্রেজারির পোর্টালের সংযোগে সমস্যার কারনেই এই বিভ্রাট। তাঁর ওপর শিক্ষা দফতর বেতনের মঞ্জুরি দিতেও নাকি দেরি করেছে। বামফ্রন্ট সরকারের পতন ঘটিয়ে ২০১১ সাথে ক্ষমতায় আসে তৃণমূল এরপর ২০১৪ সালে তৃণমূল সরকার মাস পয়লায় এগিয়ে আনে শিক্ষকদের বেতন। তাঁরপর থেকে এই প্রথম মাসপয়লায় বেতন পেলেননা শিক্ষকরা।
যদিও সূত্র জানাচ্ছে সমস্যা ২৪ ঘন্টার মধ্যেই মিটবে। শুক্রবারই বেতন পেয়ে যেতে পারেন শিক্ষকরা। 
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.