Header Ads

সরকারি কর্মীদের ফাঁকি দেওয়ার প্রবনতা রুখতে কড়া ব্যাবস্থা সরকারের।

নজরবন্দি ব্যুরোঃ রাজ্য সরকারি কর্মীরা বেশ কিছুদিন ধরেই রাজ্য সরকারের প্রতি অসন্তষ্ট। এই ক্ষোভের মূল কারন বেতন কমিশন সময়ে না পাওয়া এবং মহার্ঘ্য ভাতা দেওয়ার ক্ষেত্রে রাজ্য সরকারের কার্পণ্য। আর সরকারি কর্মীদের ক্ষোভ যে জমা হয়েছিল গত লোকসভা নির্বাচনের ভোট বাক্সে তা বলাই বাহুল্য। কারন রাজ্যের ৪২ টি আসনের মধ্যে ৪১ টি আসনেই সরকারি কর্মীদের ভোটে পরাজিত হয়েছিল রাজ্যের শাসক দল।
সম্প্রতি স্যাট ডিএ মামলার রায় সরকারি কর্মীদের পক্ষে দিলেও সেই রায় অনুযায়ী কাজ করার সিদ্ধান্ত মাস গড়ীয়ে গেলেও নেয়নি রাজ্য সরকার।
এই অবস্থায় রাজ্যসরকারি কর্মীদের কাজে ফাঁকি দেওয়ার প্রবণতা রুখতে নয়া উদ্যোগ নিল রাজ্যের খাদ্য দফতর। খাদ্য দফতরের কর্মীদের জন্য চালু হল বায়োমেট্রিক হাজিরার ব্যাবস্থা। এই ব্যাবস্থা চাউ হল খাদ্য দফতরের নতুন ভবনে। গতকাল মুখ্যমন্ত্রী খাদ্য দফতরের নতুন ৭ তলা ভবন উদবোধন করেন নবান্ন থেকে। ৫ বছর ধরে ৫৬ কোটি টাকা ব্যয় করে তৈরি হয়েছে এই ভবন।
খাদ্যমন্ত্রী জ্যতিপ্রিয় মল্লিক জানিয়েছেন নতুন ভবনে সব কাজই হবে কম্পিউটারে। পুরোনো ফাইল গিলি স্ক্যান করে সংরক্ষিত করা হবে যাতে কোন ভাবেই নষ্ট না হয়। অন্যদিকে বায়োমেট্রিক হাজিরা নিয়ে তাঁর বক্তব্য, এই ব্যাবস্থায় কর্মীদের সঠিক সময়ে আসা এবং যাওয়ার ওপর নজরদারি রাখা যাবে। সূত্রের খবর রাজ্যের সমস্ত সরকারি অফিসেই এই ব্যাবস্থা ধাপে ধাপে শুরু হবে। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.