Header Ads

বিভিন্ন পদে সহস্রাধিক কর্মী নিয়োগ করতে চলেছে SSC; পরীক্ষা অনলাইনে।

নজরবন্দি ব্যুরোঃ বিভিন্ন পদে সহস্রাধিক কর্মী নিয়োগ করতে চলেছে কেন্দ্রীয় সরকার। স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে হবে নিয়োগ। আবেদন করতে হবে ৩১ আগষ্ট বিকেল ৫ টার মধ্যে, অনলাইনে।
কিভাবে আবেদন করবেন?
আপনার একটি মেইল আইডি এবং ফোন নাম্বার থাকতে হবে। লাগবে একটি পাসপোর্ট সাইজ রঙিন ফটো। অনলাইনে আবেদন করার সময় নির্দিষ্ট যায়গায় ছবিটি আপলোড করতে হবে। সাথে নিজের সইও অ্যাটাচ করতে হবে।
এর সাথে পরীক্ষার ফি বাবদ ১০০টাকা ২ সেপ্টেম্বর বিকে ৫টার মধ্যে অনলাইনে পেমেন্ট করতে হবে নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে। যদি নেট ব্যাঙ্কিং, ডেবিট বা ক্রেডিট কার্ড না থাকে তাহলে অফলাইনে স্টেট ব্যাঙ্কের চালান জমা করতে হবে ৪ সেপ্টেম্বরের মধ্যে। ফি লাগবে না মহিলা, সংরক্ষিত প্রার্থী, তফসিলি জাতি বা উপজাতির সহ অনগ্রসর প্রার্থীদের। অনলাইনে আবেদন করার পর সেই আবেদনের কপির প্রিন্ট নিতে হবে।

পরীক্ষা ও যোগ্যতাঃ মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং স্নাতক। তিনটি স্তরেই পরীক্ষা দিতে পারবেন একজন প্রার্থী। সেক্ষেত্রে একই প্রার্থীকে তিনবার আলাদা ভাবে আবেদন করতে হবে। পরীক্ষা হবে অনলাইনে, সময় পাবেন ১ ঘন্টা।
আরও জানতে খুটিয়ে দেখুন কমিশনের ওয়েব সাইট https://ssc.nic.in
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.