Header Ads

রানু মণ্ডলকে ফ্ল্যাট উপহার সলমনের।

নজরবন্দি ব্যুরোঃ ভাগ্য কাকে কোথায় নিয়ে যায় তা কেও বলতে পারে না। রানাঘাট স্টেশনে নিজের মনে গান গায়তেন রানু মণ্ডল। সেই গান এক ব্যক্তির দ্বারা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়। তার পর আর কি এক মাসের মধ্যে সেই ভবঘুরে গায়িকা হিমেশ রেশমিয়ার সুরে তাঁর ছবিতে গান গায়লেন। আর পারিশ্রমিক পেলেন ৫ লাখ টাকা।
 এবার সেই রানু মণ্ডলকে নাকি এক বিশাল ফ্ল্যাট কিনে দিচ্ছেন ভাইজান সলমন খান। হাঁ এমনটাই খবর সূত্র মারফৎ। প্রায় ৫৫ লাখ টাকা দামের সেই ফ্ল্যাট গিফট করছেন সল্লু। এ ছারও খবর তাঁর পরবর্তী ছবি দাবাং ৩ তে গানও গাইছেন তিনি। ভাবুন একবার। একেই বলে ভাগ্য। প্রতিভা ও ভাগ্য সঠিক হলে এই রকমই হয়।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.