শুরু হল বিখ্যাত ‘আর কে স্টুডিও’ ভাঙার কাজ। শেষ হতে চলল রাজ কাপুরের স্মৃতি বিজরিত প্রতিস্থান।
নজরবন্দি ব্যুরোঃ মেরা নাম জোকার', 'সত্যম শিবম সুন্দরম','ববি'-র মতো কিংবদন্তী ছবির স্মৃতিমাখা আর কে স্টুডিও।১৯৪৮ সালে এই স্টুডিও বানিয়েছিলেন রাজ কাপুর। এক সময় এই স্টুডিওর ফ্লোর গুলিতে সোনা যেত লিঘত-ক্যামেরা-অ্যাকশন এর শব্দ। হোলি হোক বা গনেশ পুজো তারকাদের মেলা বসতো এই খানে । কিন্তু দিন যত গড়িয়েছে ততোই জীর্ণ হয়েছে রাজ কাপুরের সব চাইতে প্রিয় জায়গা আর কে স্টুডিও।
এর পর ২০১৭-য় আচমকাই আগুন লাগে রাজ কাপুরের সৃতিবিজড়িত এই স্টুডিয়োতে। এর কিছুদিনের মধ্যে পারিবারিক সিদ্ধান্ত নিয়ে এক রিয়েল এস্টেট সংস্থার কাছে স্টুডিওটি বিক্রি করে দেন কাপুর পরিবার। এবার সেখানে শুরু হল মাল্টিপ্লেক্স তৈরির কাজ। তাই বুলডোজার চলল স্টুডিওতে ভাঙার কাজের জন্য। দেখে মনে হচ্ছিলো এই বুলডোজার চলছে রাজ কাপুরের বুকের উপর দিয়ে।
No comments