চলতি মরশুমে রঞ্জি ট্রফিতে বাংলার খেলা কবে কার সাথে দেখে নিন।
নজরবন্দি ব্যুরোঃ চলতি মরশুমের রঞ্জিট্রফির জন্য সূচি ঘোষণা করলো সিএবি। এবার এলিট ‘এ’ গ্রুপে রয়েছে বাংলা। এই গ্রুপে অনন্যা দল হল অন্ধ্রপ্রদেশ, গুজরাট, হায়দরাবাদ, দিল্লি, কেরালা, পাঞ্জাব, রাজস্থান। বাংলার রঞ্জি অভিযান শুরু হচ্ছে ঘরের মাঠে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে। আসুন এক নজর দেখেনি কবে কথাই এবার রঞ্জি খেলবে বাংলা।
৩ জানুয়ারি, ২০২০, গুজরাটের (ঘরে)। বাংলার বাকি ম্যাচগুলি হল ১১ জানুয়ারি-বিদর্ভ (বাইরে), ১৯ জানুয়ারি-হায়দরাবাদ (ঘরে), ২৭ জানুয়ারি-দিল্লি (ঘরে), ২ ফেব্রুয়ারি-রাজস্থান (বাইরে), ১২ ফেব্রুয়ারি-পাঞ্জাব (বাইরে)। পুরনো ফরম্যাটেই এবারের রনজি ট্রফি অনুষ্ঠিত হবে। এলিট 'এ' ও 'বি' গ্রুপ থেকে মোট ৬টি দল কোয়ার্টার ফাইনালে উঠবে। এলিট 'সি' ও প্লেট গ্রুপ থেকে ১টি করে দল কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ পাবে।
কোন মন্তব্য নেই