ভারতে প্রথম নিজস্ব স্টোর খুলতে চলেছে অ্যাপল।
নজরবন্দি ব্যুরোঃ নিজস্ব অনলাইন ওয়েবসাইটের পাশাপাশি এবার ভারতে নিজস্ব স্টোরও চালু করতে চলেছে অ্যাপল কর্তৃপক্ষ। বর্তমানে ভারতে অ্যাপলের নিজস্ব কোনও অনলাইন সাইট বা স্টোর নেই। অনলাইন প্ল্যাটফর্ম আমাজন, ফ্লিপকার্ট এবং পেটিএম মলের সঙ্গে অ্যাপল যুক্ত। এদের মাধ্যমে গ্রাহকরা জিনিস কিনে থাকেন। বৃহস্পতিবার কোম্পানির তরফে এখবর জানিয়ে বলা হয়েছে ‘আমারা অনলাইন এবং দোকানে ভারতবাসীকে পরিষেবা দিতে মুখিয়ে আছি যে ভাবে সারা বিশ্বের অ্যাপল্ গ্রাহকরা পেয়ে থাকেন’।
তবে প্রথম ব্র্যা ন্ডেড স্টোরের উদ্বোধন কবে কোথায় হবে সেটা পরে ঘোষণা করা হবে বলে জানিয়ে দিয়েছে কোম্পানি। আসলে অ্যাপল্কে এভাবে দেশের কয়েক লক্ষ কোটি ক্রেতা পাইয়ে দিয়ে কেন্দ্রের লক্ষ্য, পরিবর্তে বহু লোকের কর্মসংস্থান এবং ধুঁকতে থাকা অর্থনীতিকে চাঙ্গা করা।
তবে প্রথম ব্র্যা ন্ডেড স্টোরের উদ্বোধন কবে কোথায় হবে সেটা পরে ঘোষণা করা হবে বলে জানিয়ে দিয়েছে কোম্পানি। আসলে অ্যাপল্কে এভাবে দেশের কয়েক লক্ষ কোটি ক্রেতা পাইয়ে দিয়ে কেন্দ্রের লক্ষ্য, পরিবর্তে বহু লোকের কর্মসংস্থান এবং ধুঁকতে থাকা অর্থনীতিকে চাঙ্গা করা।

No comments