Header Ads

কাশ্মীরের মতো দার্জিলিংকে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবী জানিয়ে অমিত কে চিঠি সাংসদ রাজু সিং বিস্তার।

নজরবন্দি ব্যুরোঃ দার্জিলিংকে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবী দীর্ঘদিনের কিন্তু তা আরও জরদার হল কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের পর থেকে। আর এর নেতৃত্ব দিচ্ছেন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু সিং বিস্তা। শোনা যাচ্ছে পাহাড়ের সমস্যার সমাধান চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছেন সাংসদ রাজু। সেই চিঠিতে গোর্খাল্যান্ড কথার উল্লেখ আছে এবং সূত্রের খবর প্রস্তাব খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক।
 সোমবার পাহাড়ের রাজনৈতিক দলগুলি একযোগে গোর্খাল্যান্ডের দাবিতে সরব হয়। বিমল গুরুং, বিনয় তামাং থেকে শুরু করে নীরজ জিম্বা পর্যন্ত প্রত্যেকেরই দাবি ছিল, জম্মু ও কাশ্মীরের ধাঁচে দার্জিলিংকে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা দিতে হবে। অমিত শাহকে লেখা চিঠিতে রাজু বিস্তা লেখেন দার্জিলিংকে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল করা হোক। এই মুহূর্তে সেখানে পুলিশি অত্যাচার চলছে। সেখানে ৩৬০ ধারা জারী করা হোক। সঙ্গে কাশ্মীরের মতো ৩৭০ ধারা জারি করে দার্জিলিংকে বিশেষ মর্যাদা দেওয়া হোক।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.