এশিয়ার সেরা মহিলা অ্যাথলিট মেরি কম।
নজরবন্দি ব্যুরোঃ ভারতীয় বক্সার মেরি কমকে এশিয়ার সেরা মহিলা অ্যাথলিটের সম্মান দিয়েছে এশিয়ান স্পোর্টস প্রেস ইউনিয়ন। মালেশিয়ায় হয় এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ৩৬ বছরের মেরি কম বক্সিংয়ে ছয় বারের বিশ্ব চ্যাম্পিয়ন। ২০১২ লন্ডল অলিম্পিকে ৫১ কেজি বিভাগে ব্রোঞ্জ জেতেন ভারতীয় লেজেন্ড। ২০১৮ সালের কমনওয়েলথ গেমসের লাইট ওয়েটে সোনা জেতেন মেরি কম। পাশাপাশি এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপেও চারটি সোনা রয়েছে তাঁর।
এবছরই প্রথম এশিয়ার সেরা ক্রীড়াবিদদের পুরস্কার দেওয়ার এই প্রক্রিয়াটি শুরু করেছে সংস্থাটি। মণিপুরী বক্সার ছাড়াও সেরা পুরুষ ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন দক্ষিণ কোরিয়া তথা টটেনহ্যামের ফুটবলার সন হিয়ুং মিন। সেরা পুরুষ দল নির্বাচিত হয়েছে কাতার ফুটবল দল। সেরা মহিলা দল নির্বাচিত হয়েছে জাপানের মহিলা ফুটবল দল।
এবছরই প্রথম এশিয়ার সেরা ক্রীড়াবিদদের পুরস্কার দেওয়ার এই প্রক্রিয়াটি শুরু করেছে সংস্থাটি। মণিপুরী বক্সার ছাড়াও সেরা পুরুষ ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন দক্ষিণ কোরিয়া তথা টটেনহ্যামের ফুটবলার সন হিয়ুং মিন। সেরা পুরুষ দল নির্বাচিত হয়েছে কাতার ফুটবল দল। সেরা মহিলা দল নির্বাচিত হয়েছে জাপানের মহিলা ফুটবল দল।

No comments