কোলকাতার হেড কোচ প্রাক্তন নাইট ম্যাকালাম।
নজরবন্দি ব্যুরোঃ কলকাতার আগের হেড কোচ জ্যাক ক্যালিসকে অনেকদিন আগেই সরিয়ে দেওয়ার পর থেকেই জল্পনা চলছিল কে হেড কোচ হবে? অনেকের নাম উঠলেও সর্ব শেষ নাম টি উঠেছিল পন্টিং এর। কথা বার্তাও হয়েছিলো কিন্তু দাদা সৌরভের কথা ফেলতে পারেন নি প্রাক্তন অস্ট্রেলীয় অধিনায়ক। ফলে তিনি থেকে গেলেন দিল্লীতেই তাই  শেষ পর্যন্ত কলকাতার হেড কোচ হলেন ব্র্যান্ডন ম্যাকালাম।
বৃহস্পতিবার কেকেআর এক বিবৃতিতে জানিয়ে দেয় নাইটদের কোচিং করানোর পাশাপাশি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের দল ট্রিনবাগো নাইট রাইডার্সের কোচিংও করাবেন তিনিই। নতুন দায়িত্ব পেয়ে ম্যাকালাম খুশি। এবার দেখার জ্যাক ক্যালিসের সাফল্য কতটা ধরে রাখতে পারেন নতুন কোচ ম্যাকালাম।
বৃহস্পতিবার কেকেআর এক বিবৃতিতে জানিয়ে দেয় নাইটদের কোচিং করানোর পাশাপাশি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের দল ট্রিনবাগো নাইট রাইডার্সের কোচিংও করাবেন তিনিই। নতুন দায়িত্ব পেয়ে ম্যাকালাম খুশি। এবার দেখার জ্যাক ক্যালিসের সাফল্য কতটা ধরে রাখতে পারেন নতুন কোচ ম্যাকালাম।
 

 
 
 
No comments