Header Ads

কোলকাতায় স্পা সেন্টারের আড়ালে রমরমিয়ে চলছে দেহ ব্যবসা।

নজরবন্দি ব্যুরোঃ স্পা সেন্টারের আড়ালে চলছে দেহ ব্যবসা। হাঁ খাস কলকাতা শহরের ঘটনা। ১০৬ সুরেন্দ্রনাথ ব্যানার্জি রোডে অবস্থিত এক স্পা সেন্টারে চলছিলো দেহ ব্যবসা। গোপন সুত্রে খবর পেয়ে হানা দেয় কলকাতা পুলিশ আর হাতে নাতে ধরা পরে ওই স্পা এর ম্যানেজার সহ ৫ জন।
 যাদের মধ্যে ৪ জন যৌন কর্মী ও ২ জন কাস্টোমার বলে যানা গিয়েছে। ঘটনার পর তালতলা থানায় অভিযোগ করা হয়েছে। তদন্ত করছে পুলিশ।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.