ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি-২০ তে ৪ উইকেটে জিতল ভারত।
নজরবন্দি ব্যুরোঃ ক্যারিবিয়ান সফরের প্রথম টি-২০ ম্যাচে চালকের আসনে ভারত। ভারত অধিনায়ক বিরাট কোহালি টস জিতে প্রথমে ব্যাট করতে পাঠায় ওয়েস্ট ইন্ডিজকে। কিন্তু ভারতীও বোলারদের দাপটে ২০ ওভারে মাত্র ৯৫ রান তুলে ৯ উইকেট হারিয়ে। খাতা না খুলে প্যাভিলিয়নে ফেরেন ক্যারিবিয়ান দুই ওপেনার।
ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে দুই অঙ্কের রান করেন শুধু মাত্র জন পুরান (২০)ও পোলার্ড (৪৯)।ভারতীয় বোলারদের মধ্যে সবাই উইকেট পেয়েছেন। নভদীপ সাইনি ৩টি, ভুবনেশ্বর কুমার ২টি উইকেট নেন। ওয়াশিংটন সুন্দর, খলিল আহমেদ, ক্রুনাল পাণ্ড্য ও রবীন্দ্র জাদেজা একটি করে উইকেট নেন।ব্যাট করতে নেমে ক্যারিবিয়ান বোলার কটরেল, নারিন ও কিমো পল দুটি করে উইকেট নিয়ে নাড়িয়ে দেন ভারতীয় টপ-অর্ডার। ৯৬ রান তুলতেই ৬ টি উইকেট পরে গেল ভারতের।বেশিরভাগ উইকেট পড়ল খারাপ শট খেলে। যেমন রোহিত, পান্থ তবুও খুব কম রান টার্গেট ছিল বলে অবশেষে জয় পেল ভারত। তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল বিরাট বাহিনী।
ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে দুই অঙ্কের রান করেন শুধু মাত্র জন পুরান (২০)ও পোলার্ড (৪৯)।ভারতীয় বোলারদের মধ্যে সবাই উইকেট পেয়েছেন। নভদীপ সাইনি ৩টি, ভুবনেশ্বর কুমার ২টি উইকেট নেন। ওয়াশিংটন সুন্দর, খলিল আহমেদ, ক্রুনাল পাণ্ড্য ও রবীন্দ্র জাদেজা একটি করে উইকেট নেন।ব্যাট করতে নেমে ক্যারিবিয়ান বোলার কটরেল, নারিন ও কিমো পল দুটি করে উইকেট নিয়ে নাড়িয়ে দেন ভারতীয় টপ-অর্ডার। ৯৬ রান তুলতেই ৬ টি উইকেট পরে গেল ভারতের।বেশিরভাগ উইকেট পড়ল খারাপ শট খেলে। যেমন রোহিত, পান্থ তবুও খুব কম রান টার্গেট ছিল বলে অবশেষে জয় পেল ভারত। তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল বিরাট বাহিনী।
কোন মন্তব্য নেই