Header Ads

সীমান্তের ওপারে পাক যুদ্ধ বিমানের উড়ান। যুদ্ধের প্রস্তুতি? তৈরি ভারত।

নজরবন্দি ব্যুরোঃ কাশ্মীর থেকে ৩৭৯ ধারা তুলে নিতেই পাকিস্থান কি করবে ভেবে উঠতে পারছে না। ভারতের বিরুদ্ধে তাদের বন্ধু দেশ গুলিকে নালিশ করেও কোন কাজ হয়নি। রাষ্ট্রসংঘ পাক নালিশে কর্ণপাত করেনি। ভারতের সঙ্গে কূটনৈতিক ও ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করেও যখন খুব একটা সুবিধে করতে পারছেনা ঠিক তখনি যুদ্ধের জিগীর তুলছেন পাকিস্থান। বিশ্বস্ত সুত্রের খবর সীমান্তের ওপারে লাদাখ লাগোয়া স্কারদু বায়ুসেনা ঘাঁটিতে চিন নির্মিত জেএফ-১৭ ফাইটার জেট পাঠাচ্ছে পাক সেনা।
শনিবার থেকেই বেশ কয়েকবার অবতরণ করেছে পাক বায়ুসেনার সি-১৩০ পণ্য পরিবহণকারী বিমান। ইদ ও স্বাধীনতা দিবসের মধ্যে জঙ্গি হামলা হতে পারে বলে আগেই সতর্ক করা হয়েছে গোয়েন্দাদের তরফে। এর মধ্যে শনিবার রাত থেকে কাশ্মীর সীমান্তে বিপুল পরিমাণ অস্ত্র-সহ প্রচুর সেনা পাঠাচ্ছে পাকিস্থান বলে খবর পাওয়া গিয়েছে। যদিও ভারতীও সেনার তরফে জানানো হয়েছে পাক সেনার গতিবিধির উপর কড়া নজর রয়েছে সেনার। ফলে পাকিস্থান কোনও কিছু করলে যোগ্য জবাব দেওয়া হবে তাদের।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.