Header Ads

কে হবেন রাহুল গাঁধীর উত্তরসূরি? ঠিক হবে আগামী ১০ অগস্ট নীতি নির্ধারণ কমিটির বৈঠকে।

নজরবন্দি ব্যুরোঃ শেষ পর্যন্ত দেরিতে হলেও দলের সভাপতি নির্বাচনের দিকে এগোতে শুরু করল কংগ্রেস ওয়ার্কিং কমিটি (সিডব্লিউসি)। আগামী ১০ অগস্ট বৈঠকে বসছে দলের নীতি নির্ধারণ কমিটি। মিটিং এর মূল বিষয় রাহুল গাঁধীর উত্তরসূরি নির্ধারণ। রাহুলের ইস্তফার প্রায় আড়াই মাস পর বৈঠকে বসছে সিডব্লিউসি। কিন্তু প্রশ্ন হল কে হাল ধরবেন দলের? লোকসভা ভোটের পর এখন ডামাডোল অবস্থা কংগ্রেসে। শচীন পাইলটের সঙ্গে প্রকাশ্যে গেহলটের দ্বন্দ্ব অন্য দিকে কমলনাথের সঙ্গে জ্যোতিরাদিত্যরও যে বনিবনা নেই। সব মিলিয়ে জগাখুছুড়ি অবস্থা সভাপতি নির্বাচন। দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কেসি বেনুগোপাল রবিবার জানিয়েছেন ১০ অগস্ট কংগ্রেস ওয়ার্কিং কমিটি বা কর্মসমিতির বৈঠক ডাকা হয়েছে।
দিল্লিতে দলের সদর কার্যালয়ে হবে সেই বৈঠক। সকাল ১১টায় বসবে বৈঠক। সেখানেই মূলত পরবর্তী কংগ্রেস সভাপতি কে হবেন তা নিয়ে আলোচনা হবে। কিন্তু কে হবেন সভাপতি? রাহুল চাইছেন পেছন থেকে লড়াই করতে তারজন্য তিনি তাঁর পরিবারের কেউই কংগ্রেসের দায়িত্ব না নেন। প্রিয়াঙ্কা গান্ধীকে সভাপতি পদ দেবার কথা বলা হলে তিনি তা নিতে অস্বীকার করেছেন। তবে ১০ তারিখের সভাতে উঠে আসবেন বেশ কয়েকটা নাম তাঁরদের মধ্যে উল্লেখযোগ্য হল কে সি বেণুগোপাল, সুশীলকুমার শিণ্ডে, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, শচীন পাইলট এবং অশোক গেহলট। এদের মধ্যে কোন একজনকে করা হতে পারে সভাপতি।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.