Header Ads

অবশেষে ফের জোটের পথে বাম-কং।

নজরবন্দি ব্যুরোঃ অনেক আলোচনার পরেও লোকসভা ভোটে জোট করতে পারেনি কংগ্রেস সি পি এম। যার ফল হয়েছিল ভরাডুবি।সেই কথা মাথায় রেখেই বিধানসভা নির্বাচনে র আগে বিজেপি ও তৃণমূলকে আটকাতে ফের জোটের পথে পা বাড়ালেন বাম - কং।নিজেদের স্বার্থ চিন্তা দূরে সরিয়ে ২০২১ এর বিধানসভা নির্বাচনকে টার্গেট করেছেন সৌমেন সূর্য রা ।সামনেই তিন বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন।
কালিয়াগঞ্জ খড়গ পুর ও করিমপুর এই তিন উপনির্বাচন দিয়েই ২১ এর প্রাকটিস ম্যাচ সেরে নিতে চাইছেন এই দুই দল।আলোচনাই ঠিক হয় কালিয়াগঞ্জ ও খড়গ পুরে আসন দেবে কংগ্রেস আর করিমপুর এ সিপিএম।শুধু উপনির্বাচন ই নয় কলকাতা পুর সভার ১৪১ টি ওয়ার্ড নিয়েও আলোচনাই বসেছেন বাম কং নেতারা।তবে আসন ভাগাভাগি এখনো চূড়ান্ত হয়নি।বিগত লোকসভায় শেষ মুহূর্তে ভেস্তে গিয়েছিল জোট।তাই এবার দুই দলের সব ছুতমার্গ দূরে সরিয়ে আগামী দিনের নির্বাচনগুলিতে একসঙ্গে পথ চলা শুরু করলেন সূর্য সৌমেন রা।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.