Header Ads

অক্ষয়ের“মিশন মঙ্গল”এর বাংলা প্রোমো দেখে অভিভুত সৌরভ। দেখার অনুরোধ করলেন সবাইকে।

নজরবন্দি ব্যুরোঃ আগামী ১৫ই আগস্ট মুক্তি পাবে অক্ষয় কুমারের “মিশন মঙ্গল”। তাই মুক্তির আগে চবির প্রচারে ব্যস্ত ছবির অভিনেতা অভিনেত্রীরা। এই ছবির প্রচারের জন্য অভিনব পন্থা অবলম্বন করলেন অক্ষয় কুমার। যা দেখে প্রশংসায় পঞ্চমুখ সৌরভ গঙ্গোপাধ্যায়। কিন্তু কি সেই অভিনবত্ব? ছবির প্রচারের জন্যই নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করেছেন অভিনেতা অক্ষয় কুমার। সেই ভিডিওতে অক্ষয়ের কণ্ঠে বাংলায় কথা বলে ছবির প্রমশান করছেন। বাংলা প্রোমো শেয়ার করে অভিনেতা ক্যাপশনে লিখেছেন ‘উচ্চারণে কোনও ভুল হলে ক্ষমা করে দেবেন’।
 অক্ষয়ের বাংলা শুনে চমকে গিয়েছেন দাদা। তার বাংলা বলাকে ভূয়সী প্রশংসা করে অভিনন্দন জানিয়েছেন পুরো 'মিশন মঙ্গল' টিমকে। আর তার সাথে বাংলা প্রোম দেখার জন্য অনুরোধ করেছেন সকল কে। ২০১৩ সালে ভারতের 'মঙ্গলযান' মিশনের উপর ভিত্তি করেই তৈরি হয়েছে “মিশন মঙ্গল”। এই ঘটনা নিঃসন্দেহে ভারতের ইতিহাসে একটা মাইলফলক। অক্ষয় ছারাও এই ছবিতে অভিনয় করেছেন বিদ্যা বালন, তাপসী পান্নু, সোনাক্ষী সিনহা এবং শরমন যোশীর মতো অভিনেতারা।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.