১৫ই আগস্ট বীর চক্র পেতে চলেছেন উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমান।
নজরবন্দি ব্যুরোঃ বীর চক্র পেতে চলেছেন উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমান। এরই পাশাপাশি বায়ুসেনার যে পাইলটরা বালাকোট এয়ারস্ট্রাইকে অংশ নিয়েছিলেন তাঁরা পাচ্ছেন বায়ু সেনা পদক। অভিনন্দন এখন দেশের নজির।
তাঁকে নিয়ে নতুন উদ্দীপনায় জেগে উঠেছে দেশপ্রেম। সেই দেশপ্রেমের রেশ জাগিয়ে রাখতেই স্বাধীনা দিবসের দিন এই বায়ুসেনার দুঁদে পাইলটকে বীর চক্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।সেনা বাহিনীর কাছে এই পদক অত্যন্ত সম্মানের। অনেক সেনাই আত্মবলিদানের পর এই সম্মান পেয়েছেন। অভিনন্দকে নিজে সেই পদক গ্রহণের সুযোগ পাচ্ছেন।
তাঁকে নিয়ে নতুন উদ্দীপনায় জেগে উঠেছে দেশপ্রেম। সেই দেশপ্রেমের রেশ জাগিয়ে রাখতেই স্বাধীনা দিবসের দিন এই বায়ুসেনার দুঁদে পাইলটকে বীর চক্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।সেনা বাহিনীর কাছে এই পদক অত্যন্ত সম্মানের। অনেক সেনাই আত্মবলিদানের পর এই সম্মান পেয়েছেন। অভিনন্দকে নিজে সেই পদক গ্রহণের সুযোগ পাচ্ছেন।
কোন মন্তব্য নেই