Header Ads

সুস্থ হয়ে রাজনীতির ময়দানে ফিরেই হুঙ্কার ছাড়লেন অনুব্রত।

নজরবন্দি ব্যুরোঃ দীর্ঘ দিন অসুস্থ থাকার পর অবশেষে আবার রাজনীতির ময়দানে অনুব্রত মন্ডল। এবং ফিরে এসেই আবার আগেকার মেজাজে পাওয়া গেল তাকে। জুলাই মাসের প্রথমের দিকে শারীরিক অবস্থার খারাপ হয় অনুব্রতর। তাকে এসএসকেএমে ভর্তি করা হয়। হাইপারটেনশন থেকে এই সমস্যা ছাড়াও তাঁর রক্তচাপজনিত সমস্যা, সুগার, কার্বোঙ্কল হয়েছিল। তাঁর অস্ত্রোপচার হয়। লোকসভা ভোটের ফল ভালো হয়নি তার জেলাতে যার জন্য দিদির বিরাগ ভাজন হয়েছেন তিনি। কিন্তু অসুস্থ হয়ে যাবার ফলে ভোটের পর জেলার কাজ দেখাশোনা করতে পারেন নি তিনি।
 তাই এই দিন দলিও কার্যালয়ে এসে সব খবর নেন। দিদিকে বলো কেমন চলছে সব কিছুর খবর নেন নেতাদের কাছে। এসবের মধ্যে তৃণমূলের বীরভূম জেলা কার্যালয়ে এক প্রশ্নের উত্তরে তার মেজাজি জবাব মারামারি করতে দিলে তিনি ফার্স্ট হবেন। তবে কি সুস্থ কেষ্ট কে আবার পুরনো ফর্মে দেখা যাবে বীরভূমের লাল মাটির রাজনীতিতে?

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.