পাওনা টাকা চাইতেই খুনের হুমকি টলিউডের প্রযোজকের।
নজরবন্দি ব্যুরোঃ বকেয়া টাকা চাইয়তেই খুনের হুমকি মহিলাকে। এমনই অভিযোগ কলকাতার এক জনসংযোগ সংস্থার কর্ণধার অতসী ভৌমিকের।বিভিন্ন সিনেমার বাণিজ্যিক প্রমোশনের কাজ করে সংস্থাটি। অভিযুক্ত প্রযোজক রমেশ চাঁদ সিংহলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন অতসী। ৫ লক্ষ ৭২ হাজার টাকা পাওয়ার কথা ছিল বলে দাবি অভিযোগকারিণী অতসী ভৌমিকের। বাঁশদ্রোণীর ব্রহ্মপুরের ঘটনা। প্রযোজকের বিরুদ্ধে মারধর, হুমকি সহ একাধিক ধারায় মামলা পুলিশের। সব অভিযোগ মিথ্যা, পাল্টা দাবি প্রযোজকের।
অতসীর অভিযোগ, পাঁচ বছরেরও বেশি সময় ধরে সেই পাওনা টাকা দিচ্ছিলেন না ওই প্রযোজক। অতসী জানিয়েছেন প্রযোজক এর পর তাঁর ফোন ধরা বন্ধ করে দেন। শেষ পর্যন্ত গত জুলাইয়ের শেষ সপ্তাহে রমেশ চাঁদ সিঙ্ঘল কলকাতায় ফিরেছেন জানতে পেরে গত কাল সোমবার বেলা ১টা নাগাদ অতসী তাঁর বাড়িতে যান। অতসীর কথায় “সেখানে রমেশ চাঁদ টাকা চাওয়ার জন্য আমাকে প্রথমে গালিগালাজ করা শুরু করেন। আমি প্রতিবাদ করলে ধারালো একটি কাটারি নিয়ে আমাকে প্রাণে মারার হুমকি দেন। ঘরে থাকা অন্য ব্যক্তি আমার ছবি তুলছিলেন সেই সময়”।
অতসীর অভিযোগ, পাঁচ বছরেরও বেশি সময় ধরে সেই পাওনা টাকা দিচ্ছিলেন না ওই প্রযোজক। অতসী জানিয়েছেন প্রযোজক এর পর তাঁর ফোন ধরা বন্ধ করে দেন। শেষ পর্যন্ত গত জুলাইয়ের শেষ সপ্তাহে রমেশ চাঁদ সিঙ্ঘল কলকাতায় ফিরেছেন জানতে পেরে গত কাল সোমবার বেলা ১টা নাগাদ অতসী তাঁর বাড়িতে যান। অতসীর কথায় “সেখানে রমেশ চাঁদ টাকা চাওয়ার জন্য আমাকে প্রথমে গালিগালাজ করা শুরু করেন। আমি প্রতিবাদ করলে ধারালো একটি কাটারি নিয়ে আমাকে প্রাণে মারার হুমকি দেন। ঘরে থাকা অন্য ব্যক্তি আমার ছবি তুলছিলেন সেই সময়”।

No comments